কলকাতা ব্যুরো : দেশের চার রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পটি কার্যকর না করার বিষয়টি সামনে রেখে সুপ্রিম কোর্টে আবেদন করেন জনৈক পেরালা শেখর রাও। আবেদনে জানানো হয়, বার্ষিক ৬ হাজার ৪০০ কোটি টাকা খরচ করে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। ৫০ কোটি গরীব মানুষ এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কিন্তু দিল্লি, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় এখনও তা কার্যকর হয় নি। এর ফলে এই সব রাজ্যের বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন। আবেদনে এ কথাও বলা হয়, এটা সংবিধানের ১৪ ও ২১ নম্বর ধরার পরিপন্থী।
উল্লেখ্য গত বছরের জানুয়ারি থেকে আয়ুষ্মান ভারত থেকে বাংলার নাম তুলে নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প চালু করা হয়। রাজ্যের বক্তব্য ছিলো, আয়ুষ্মান ভারত প্রকল্পে অংশ না নেওয়ায় রাজ্যবাসীর কোনো ক্ষতি হচ্ছে না। এই আবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যকে এবার নোটিশ পাঠালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।