কলকাতা ব্যুরো: রেহা চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দিল মুম্বাইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার ওই মামলার শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল আদালত। শুক্রবার আদালত জানিয়ে দেয় জামিনের আবেদন খারিজ করা হলো। একইসঙ্গে এই আদালতে জামিনের জন্য আবেদন করা স্যামুয়েল মিরান্ডা সহ আরো কয়েকজন মাদক পাচারকারী আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
রেহা চক্রবর্তী জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় আপাতত ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাকে। অন্যদিকে তার ভাই সৌভিককে পুলিশ হেফাজতে থাকতে হবে।