কলকাতা ব্যুরো: সোমবার গভীর রাতে লাদাখে গোলাগুলির শব্দ নিয়ে কৌতূহলে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতীয় সেনা। ওই রাতে ভারতের তরফে কোন গুলি চালানো হয়নি বলে বিজ্ঞপ্তি দিল প্রতিরক্ষা বিভাগ। ওই বিজ্ঞপ্তিতে সরাসরি চিনকে অভিযুক্ত করা হয়েছে প্যাংগং লেক এলাকায় আক্রমনাত্মক ভূমিকা নেওয়ার জন্য।
ভারতীয় সেনা তার অবস্থানে অটল থাকলেও চিনা সেনা তাদের যথেষ্ট ভাবেই উত্তেজিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তাদের আরও বক্তব্য, এ ল ও সি বা তার আশপাশে এমন কোন পরিস্থিতি ভারতীয় সেনা তৈরি করেনি যাতে গুলি চালানোর মতো ঘটনা ঘটে।
কিন্তু পিপলস লিবারেশন আর্মির তরফে চুক্তি ভঙ্গ করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেনার তরফে আরও বক্তব্য, একদিকে রাজনৈতিক এবং অন্য দিকে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে চীনের সঙ্গে। এই অবস্থায় ৭ সেপ্টেম্বর চিনা সেনা ভারতীয় সীমানার কাছাকাছি এগোনোর চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনা বাধা দেয়।
এ সময় নিজেদের বাহিনীকে উদ্বুদ্ধ করতে এগিয়ে এলে উপরে শূন্যে গুলি চালায় চিনা সেনা। যথেষ্ট ভাবেই ভারতীয় সেনাকে উসকানি দেওয়ার অবস্থা তৈরি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট দায়িত্বশীল এবং সহনশীলতা পরিচয় দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনা শান্তিরক্ষায় অবিচল বলে জানানো হয়েছে ওই প্রেস বিবৃতিতে।
যদিও সোমবার রাতে লাদাখে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই চিন আঙ্গুল তুলেছিল ভারতের বিরুদ্ধে। ভারতীয় সেনা সেখানে গুলি চালায় বলে অভিযোগ করেছিল চিন। এবার ভারতীয় সেনা তার উল্টো বয়ান দিয়ে নিশানা ঘুরিয়ে দিলো চিনের বাহিনীর দিকে।