কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) মোবাইল ফোন নিয়ে দুই নাবালকের মধ্যে বচসাকে কেন্দ্র করে প্রাণ গেল এক কিশোরের। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট থানা এলাকায় ডোভার টেরেসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি বস্তিতে দুই কিশোরের মধ্যে মোবাইল ফোন নিয়ে বচসা শুরু হয়। সেখান থেকে হাতাহাতি। এক কিশোর অপরকে মুখে লাথি মারে। প্রবল ধাক্কা খেয়ে পড়ে যায় ওই কিশোর।
তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে আটক করা হয়েছে।