কলকাতা ব্যুরো: মৃত্যুর পর এবার রাজনীতির ময়দানেও বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ইতিমধ্যেই তাঁর মুখের ছবিসহ ছাপানো হয়েছে পোস্টার। যেখানে লেখা, তোমাকে না ভুলেছি। না ভুলতে দেবো। ওই পোস্টারের মাধ্যমেই বিজেপি এবং জেডিইউ প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিহারে।
প্রসঙ্গত, বলিউডের ওই অভিনেতার মৃত্যুর তাদন্তকে ঘিরে টানাপড়েন শুরু হয়েছিল বিহার পুলিশ এবং মুম্বাই পুলিশের মধ্যে। যা নিয়ে মুখ খুলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ারও।