কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) সোমবার ভোর বেলায় ট্যাংরায় বাড়ির বারান্দায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাবু দাস নামে ৬০ বছরের ওই বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। কিন্তু বাড়ির মধ্যে এমনভাবে বৃদ্ধকে কে বা কারা খুন করলো তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে।
প্রাথমিকভাবে বৃদ্ধের ছেলে রাজা দাসকে জেরা শুরু করেছে পুলিশ। বৃদ্ধের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, এম কম পাস করা ছেলে দীর্ঘদিন ধরে বেকার হয়ে ঘরে বসে রয়েছে। নিয়মি ত নেশা করার জন্য বাবা তাকে বকাবকি করতেন। তা নিয়ে বাপ ছেলে ঝগড়া লেগেই থাকত। এই অবস্থায় পুলিশের মনে হয়েছে বাইরের কোনো লোক নয়, খুনের ঘটনার পিছনে ঘনিষ্ঠ কোন লোক যুক্ত থাকতে পারে।
পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বৃদ্ধের দম আটকে মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও, তার গলা টেপার কোন চিহ্ন পুলিশ পায়নি। সে ক্ষেত্রে মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়ে থাকতে পারে বলেও অনুমান তদন্তকারীদের। যদিও প্রশ্ন উঠছে একা কি করে এক ব্যক্তি এমনভাবে খুন করল। সে ক্ষেত্রে বাড়ির অন্যরা তার কোন আওয়াজ বা কোন শব্দ কেন পেল না কেন সেদিকেও নজর রাখছে পুলিশ।
প্রসঙ্গত শনিবার রাতেই তিলজলাতে এক তরুনীর গলা কাটা দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পরই পুলিশ তরুনীর স্বামীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। কোন কারণে স্ত্রীকে খুন করে দেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। কিন্তু কেন খুন তা জানতে এখন স্বামীকে জেরা করছে তিলজলা থানার পুলিশ।