কলকাতা ব্যুরো: দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে আশার আলো ইস্টবেঙ্গল ক্লাবের। বুধবার মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় জট কাটে।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, মুখ্যমন্ত্রী শেষ সাত মাস ধরে আমাদের ক্লাবের স্পনসর জোগাড় করার জন্য যে উদ্যোগ নিয়েছেন ভোলা যাবে না।
ইস্টবেঙ্গল সভাপতি কল্যাণ মজুমদার জানান, যেটুকু জট ছিল শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কেটে গিয়েছে। ফলে এবার আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান – সব দলকেই আমি ভালোবাসি। ফলে তাদের যখন যা সমস্যা হয় তাতে যদি আমাদের দিক থেকে কোন সাহায্যের দরকার হয় তা আমরা করব।