কলকাতা ব্যুরো: সংক্রমণ রাজ্যে তিন হাজারের নিচে নেমেছে। তবে শুধু অঙ্কে নেমেছে, তীব্রতায় নয়। কারণ গত ২৪ ঘণ্টার সংক্রমণটা ৩ হাজারের গায়ে গায়েই আছে। অঙ্কের পরিসংখ্যানে ২,৯৯৩।
ফলে এক সপ্তাহ ধরে সংক্রমণটা স্থিতিশীল নিঃসন্দেহে। সুস্থতা, মৃত্যু, দুটোও একই রেঞ্জে। কলকাতা সহ রাজ্যগুলির পরিসংখ্যানে স্পষ্ট, লাগাম পরা শুরু হয়ে গিয়েছে। শুধু এ জেলা, ও জেলার সামান্য ওঠানামায় সংক্রমণ, মৃত্যু, সুস্থতা কার্যত এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৩,৩১৮। রবিবারের চেয়ে সামান্য বেশি। সুস্থতার হার কিছুটা বেড়ে হয়েছে ৮৩.৪৯। এই একই সময়ে মৃতের সংখ্যা ৫২।
কলকাতায় আজ মৃত্যু হয়েছে ১০ জনের, উত্তর ২৪ পরগনায় ১৩, হাওড়ায় ৩, হুগলিতে ৪। দক্ষিণ ২৪ পরগনায় শুধু হঠাৎ এই সময়ে মৃত্যু কিছুটা বেশি। ২৪ ঘণ্টায় ৯ জন। আক্রান্তের নিরিখে অবশ্য রাশ পরার আভাস স্পষ্ট। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১৮৬, সুস্থ ৮০। কলকাতায় আক্রান্ত ও সুস্থ যথাক্রমে ৪৪৪, ৬৯৪, উত্তর ২৪ পরগনায় ৪৬৭, ৪৪৫, হাওড়ায় ১০৪, ১৪১, হুগলিতে ১১৫ ও ৪১ জন।
রাজ্যে আজ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১,৬২,৭৯৮। মোট সংক্রমণ মুক্তের সংখ্যা ১,৩৪,২৭০। মোট করোনার বলি ৩২২৮। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির মধ্যে নদিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু সবচেয়ে বেশি, ৪ জন। এরপর পশ্চিম মেদিনীপুর।
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও মুর্শিদাবাদ, এই ৪ জেলায় ১ জন করে মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪২,২৩৯ জনের করোনা টেস্ট হয়েছে। এর ফলে রাজ্যে মোট করোনা টেস্ট আজ পর্যন্ত ১৮,৬৭,৬৩৫ ।
Previous Articleমঙ্গলবার থেকে রাজ্যে খুলে যাচ্ছে বার ও
Next Article দুর্গাপুরে বিশ্বের সবথেকে বড় সোলার ট্রি
Related Posts
Add A Comment