কলকাতা ব্যুরো : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ( Reliance Industries ) কিশোর বিয়ানির সংস্থা ফিউচার গ্রুপ (Future Group) অধিগ্রহণের কথা জানিয়ে দিল। রিলায়েন্স এর পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় ২৪,৭১৩ কোটি টাকায় তারা এই সংস্থা অধিগ্রহণ করছে। ফিউচার গ্রুপের খুচরো ও পাইকারি ব্যাবসা আর লজিস্টিকস ও ওয়ার হাউজিং ব্যাবসা কিনে নিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এর ফলে রিলায়েন্স রিটেইল অ্যান্ড ফ্যাশন লাইফস্টাইল লিমিটেডের কাছে বিক্রি হচ্ছে বিগ বাজার, এফ বি বি, ইজিডে, নীলগিরিজ, সেন্ট্রাল অ্যান্ড ব্র্যান্ড ফ্যাক্টরির মত জনপ্রিয় ব্যাবসা। এ ছাড়াও পোস্ট মার্জার ইকুইটি তে ৬.০৯ পার্সেন্ট অধিগ্রহণের উদ্দেশে আরও ১২০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে রিলায়েন্স।