কলকাতা ব্যুরো: আম্পান বিধ্বস্ত শহরে পড়ে যাওয়া গাছ প্রতিস্থাপন জারি থাকলো সল্টলেকেও। করুণাময়ী কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আম্পানে বেশ কিছু গাছ পরে গিয়েছিল। তার একটিকে এদিন শিকড় সমেত তুলে নিয়ে অন্যত্র বসানো হলো। বন দপ্তর, পুরসভা ও পরিবেশ দপ্তরের উদ্যোগে শহরের বহু এলাকায় এবার ঝড়ে পড়ে যাওয়া গাছ গোড়া থেকে তুলে অন্যত্র বসানোর কাজ হয়েছে।
২০ মে আম্পানের পরের দিনই কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বাড়ির বাগানের মাটিতে পড়ে যাওয়া গাছ তুলে অন্যত্র বসিয়ে এই কাজ এবার শুরু হয়েছিল। বন দপ্তরের অফিসারদের বক্তব্য, নাগরিকরা সচেতন হলে, বন দপ্তরের সঙ্গে সযোগীতা করলে বহু ক্ষেত্রেই এমনভাবে গাছ বাঁচানো সম্ভব।