কলকাতা ব্যুরো: আগের বার চেষ্টা করেও কাজ হয়নি। এবার ফের আলুর দাম বাঁধতে ফতোয়া দিল রাজ্য। খুচরো বাজারে আলু বিক্রি করতে হবে প্রতি কেজি ২৫ টাকা করেই। আগামী সাতদিনের মধ্যে আলুর দাম কমাতে নির্দেশ দিয়েছে রাজ্য।
বাজারে এখন জ্যোতি আলু কেজি প্রতি ৩২ টাকায় বিকোচ্ছে। ওই দাম কমিয়ে খুচরো ২৫ টাকা ও পাইকারি ২২ টাকা কিলো দাম নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিন নবান্নে বৈঠকে বৈঠকে কৃষিবিপণনমন্ত্রী তপন দাশগুপ্ত ও রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন কৃষি ও কৃষি বিপণন দফতরের সচিব সুনীল গুপ্ত, রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। শনিবার থেকেই দাম কমানোর প্রস্তুতি নিতে বলা হয়েছে সংগঠনগুলির মাথাদের। আগামী সাতদিনে খুচরো বাজারে আলুর প্রতি কেজির দাম কমিয়ে আনতে হবে ২৫ টাকায়।
ব্যবসায়ীরা হিসেব দিয়েছেন, পাইকারি বাজারে যদি ২২ টাকায় আলু বিক্রি করতে হয়, তাহলে খুচরো বাজারে প্রতি কেজি আলুর পরিবহণ খরচ হবে এক টাকা। ব্যবসায়ীদের আর্জি, রাজ্য যদি পরিবহণের খরচ বহনে সাহায্য করে, তাহলে তাঁদের সুবিধা হয়। প্রশাসনের কর্তারা বলেন, হিমঘরে কৃষকরা আলু রেখেছেন। লকডাউনের জন্য পণ্য পরিবহণে কোনও সমস্যা হয়নি। এই অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণেই থাকার কথা ছিল। কেন আলুর দাম নিয়ন্ত্রণে রাখা গেল না, তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ব্যবসায়ীরা।
পাইকারি বাজারের ওপরে নজর রাখবে কলকাতা ও রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পাইকারি বাজার থেকে কৃষি বিপণন দফতরকে রোজ জানাতে হবে, খুচরো ব্যবসায়ীদের কী দরে আলু বিক্রি করা হচ্ছে।
লক ডাউনের মধ্যে একাধিকবার আলুর দাম নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি।