কলকাতা ব্যুরো: পর্ণ স্টারকে নিয়ে রাজ্যের কলেজগুলোর মাতামাতি যেন তুঙ্গে উঠে গেছে। কি যে হচ্ছে কারো বোঝার ক্ষমতা নেই। কাল আশুতোষ কলেজে প্রথম বর্ষের ভর্তির মেধা তালিকায় সানি লিওনির নামের পর আজ আবার বজবজ কলেজে বাংলা বিভাগে সানি লিওনি মেধা তালিকায় উঠে এলেন। অনেকে কৌতুক করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, সত্যিই কি এই লাস্যময়ী পর্নস্টার এবারে রাজ্য থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন ? তাহলে মিডিয়াগুলো কেন এনিয়ে লেখালেখি করলো না। হতবাক সানি লিওনি নিজেও। এক টুইট বার্তায় তিনি মজা করে আজ লিখছেন আশুতোষ কলেজে তিনি পড়তে যাচ্ছেন। তার উত্তরে আশুতোষ কলেজের কিছু ছাত্র আবার তার সঙ্গে পড়ার সৌভাগ্যের কথাও জানিয়েছেন। আশুতোষ কলেজের সেকেন্ড ইয়ারের ছেলেরা আক্ষেপ করেছেন সানির সঙ্গে পড়তে পারবেন না বলে।
বজবজ কলেজে মেধা তালিকায় ১৮৩ নম্বর তার নাম পাওয়া যায়। বিষয়টি জানাজানি হতেই তার নাম তুলে নেওয়া হয়। অনেক অধ্যাপকই এতে ক্ষুব্ধ। তারা প্রশ্ন করেছেন, ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড কেউ ঘটাচ্ছে কি না তা খতিয়ে দেখুক শিক্ষা দপ্তর। একটা কলেজে ভুল হতে পারে। কিন্তু একদিনের ব্যবধানে দুটি কলেজে এমন ভুল হয় কি করে?