কলকাতা ব্যুরো: সেপ্টেম্বরে রাজ্য জুড়ে প্রথম পূর্ণ লক ডাউনে রাস্তায় পুলিশের কড়াকড়ি। চলছে নাকা চেকিং। গাড়িগুলি দাঁড় করিয়ে চেক করছে পুলিশ। নেহাত যারা রাস্তায় বেড়িয়েছেন তারাও মাস্ক সহ অন্যান্য স্বাস্থ্য বিধি মানছেন কিনা দেখছে পুলিশ। নিয়ম ভাঙলে হচ্ছে ফাইন নেওয়াও। শহরের উত্তর থেকে দক্ষিণে একই ছবি।
যদিও জেলার চিত্রটা খানিক আলাদা। আসানসোল,রানীগঞ্জ, বর্ধমান সহ বেশ কিছু এলাকায় সকালে বাজার খোলা ছিল। অভিযোগ পেয়ে অভিযান শুরু করেছে পুলিশ।এ এরাজ্যে ১১ এবং ১২ সেপ্টেম্বর ও পূর্ণ লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।