কলকাতা ব্যুরো: ২০২২ সালে স্বাধীনতার ৭৫ তম বছর পূর্ণ হবে। সেই উপলক্ষ্যে তার ৭৫ সপ্তাহ আগে সারা দেশেই শুরু হয়েছে ‘আজাদি কা অম্রুত মহোৎসব’। যা শেষ হবে ২০২৩ সালের ১৫ অগস্ট।
এই মহোৎসবের উদ্দেশ্য, একদিকে যেমন ১৯৪৭ সাল থেকে এখনও পর্যন্ত ভারতের গর্বের মুহূর্তগুলিকে তুলে ধরা। অন্যদিকে, ২০৪৭ সালে ভারত কোথায় গিয়ে পৌঁছবে, তার জন্য দৃষ্টিভঙ্গি তৈরি করা। দূর্গাপুরে নেহেরু যুব কেন্দ্র পশ্চিম বর্ধমান ও পরিবহন সংস্থার উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির সহায়তায় সাধুডাঙ্গা রামকৃষ্ণ আশ্রম সভা কক্ষে ‘আজাদি কা অম্রুত মহোৎসব উদযাপন শুরু হলো, সন্নিহিত যুব সংসদ অধিবেশনের মধ্য দিয়ে।
সভার শুরুতে দেশের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের আত্মবলিদানকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নেহরু যুব কেন্দ্র পশ্চিম বর্ধমান জেলার আধিকারিক প্রদীপ সাহা। স্বাগত ভাষন দেন সুব্রত সিংহ। সভার আলোচ্য বিষয়, বৃষ্টির জল ধরো ও সংরক্ষণ করো, সবুজ গ্রাম ও পরিচ্ছন্ন গ্রাম। যুবকদের স্বনির্ভর করার কার্যক্রম বিষয়ে আলোচনা করেন শিক্ষক পার্থ প্রতিম কুন্ডু, সমাজসেবী সুলতা দাস সহ অনেকে আলোচনায় অংশ নিয়েছে। মেন্টর ছিলেন কবি ঘোষ। এদিন পোস্টার প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজেশ পালিত।