কলকাতা ব্যুরো: রাজ্যসভা থেকে অবসর নিচ্ছেন ৭২ জন সদস্য। কেউ অবসর নেবেন এই মাসে। কেউ অবসর নেবেন কিছুটা পরে। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষের ওই সদস্যরা তাই রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নায়ডু, ডেপুটি হরিবংশ নারায়ণ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে ছবিও তোলেন ৷ তাছাড়া তাঁদের বিদায় সংবর্ধনার একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়। উল্লেখ্য, আগামী জুলাই মাস পর্যন্ত রাজ্যসভার বিদায়ী সাংসদদের মেয়াদ রয়েছে। এর মধ্যেই অবসর নেবেন ৭২ জন সাংসদ।

তাঁদের উদ্দেশে নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এই সংসদে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি। হাউজ আমাদের জীবনে অনেক অবদান রেখেছে, আমরা যতটা অবদান রেখেছি তার চেয়েও বেশি। সংসদের সদস্য হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা দেশের চারপ্রান্তে ছড়িয়ে দিন। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে অভিজ্ঞতার শক্তি বেশি।

প্রধানমন্ত্রী মোদি আরও বলেনে, আমাদের সদস্যরা বিপুল অভিজ্ঞতা অর্জন করেছেন। অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে অভিজ্ঞতার শক্তি বেশি। অবসর নিতে চলা সাংসদদের বলব, আবার আসবেন।

বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনেও ওই ৭২ জনকে বিদায়ী বক্তৃতার ব্যবস্থাও করা হয়। সেই কারণে জিরো আওয়ার ও প্রশ্নোত্তর পর্ব এদিন রাখা হয়নি ৷ এছাড়া বৃহস্পতিবার বিশেষ ডিনারের আয়োজন করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ৷ তাঁর বাসভবনেই হয় ডিনার।

অন্যদিকে আজ রাজ্যসভার ১৩টি আসনে ভোট হচ্ছে ছয় রাজ্যে ৷ আর আম আদমি পার্টির পাঁচজন সদস্য রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ৷ এছাড়া বিজেপির একজন সদস্যও নাগাল্যান্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন রাজ্যসভায় ৷ হিমাচলপ্রদেশ থেকেও রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপির এক সদস্য ৷

Share.
Leave A Reply

Exit mobile version