কলকাতা ব্যুরো: রাজ্যে আরও ৭টি নতুন জেলা তৈরি হচ্ছে। সোমবার নবান্ন থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, ৭টি নতুন জেলা গঠিত হচ্ছে রাজ্যে। এই ৭ জেলা হল- বিষ্ণুপুর, বহরমপুর-জঙ্গিপুর, কান্দি, সুন্দরবন, ইছামতী এবং বসিরহাট (এই জেলার নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি)। এর ফলে রাজ্যের জেলা সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০। এর আগে ২০১৭ সালের পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম জেলা এবং দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়।
২০১৪ সালে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদ জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে, বহরমপুর-জঙ্গিপুর ও কান্দি। নদিয়া জেলা ভেঙে রানাঘাট জেলা গঠিত হবে। উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে হচ্ছে। এর মধ্যে বনগাঁ-বাগদা নিয়ে ইছামতী জেলা হচ্ছে। বসিরহাট মহকুমা নিয়েও নতুন জেলা তৈরি হচ্ছে। এছাড়া বিষ্ণুপুর ও সুন্দরবন নামে দুটি নতুন জেলা হচ্ছে।
নতুন ৭ জেলা:
বিষ্ণুপুর (বাঁকুড়া জেলা ভেঙে তৈরি হচ্ছে)বহরমপুর-জঙ্গিপুর (মুর্শিদাবাদ জেলা ভেঙে তৈরি হচ্ছে)কান্দি (মুর্শিদাবাদ জেলা ভেঙে তৈরি হচ্ছে)সুন্দরবন (দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হচ্ছে)ইছামতী (উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হচ্ছে)বসিরহাট (উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হচ্ছে)রানাঘাট (নদিয়া জেলা ভেঙে তৈরি হচ্ছে)