কলকাতা ব্যুরো: বাংলাদেশ এক খাদ্যদ্রব্য তৈরীর কারখানায় বিধ্বংসী আগুনে এখনো পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জখম হয়েছেন অন্তত আরো ৫০ জন। বৃহস্পতিবার বিকেল নাগাদ নারায়ণগঞ্জের কাছে ওই সাত তলা বিল্ডিং এর খাবারের কারখানায় আগুন লাগে। ২৪ ঘণ্টা পরেও আগুন জ্বলছে। তার মধ্যে শুক্রবার দুপুরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে দমকলে অফিসাররা ওই ভবনে ঢুকতে সমর্থ হন। সেই পর্যন্ত ৫২ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছে দমকল। সাম্প্রতিককালে এত ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঢাকার কাছেই রূপগঞ্জে এই খাবার ও পানীয় তৈরির কারখানা টিতে প্রায় সাত হাজার কর্মী কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে কোনোভাবে দোতলার একটি ঘরে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত উপরে উঠতে থাকে। অপরদিকে অনেক কর্মী সিড়ি দিয়ে নামার সুযোগ না পেয়ে উপর থেকেই ঝাঁপ দেন। কিন্তু তাদের বেশিরভাগই প্রাণ হারান। আবার অনেকেই আগুনের ভিতর কাঠ-কয়লা পরিণত হন। কি করে আগুন এত ভয়াবহ আকার নিল আগুন তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে দমকলের কার্যকারিতা নিয়ে। দমকলের ১৮ টি ইঞ্জিন কাজ করলেও, এখনো পুরোপুরি আগুন নেভানো যায় নি। নারায়ণগঞ্জ জেলার এক কর্তা জানান সারা রাতে আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছিলো কিন্তু ভোরবেলায় ফের তা নতুন করে ছড়িয়ে পড়ে।
Previous Articleমানালি আর কেমটি ফলস দুশ্চিন্তা বাড়াচ্ছে
Next Article সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং থেকে দীঘা
Related Posts
Add A Comment