মৈনাক শর্মা

সুরাহা হয়নি রাষ্ট্র সঙ্গের বৈঠকে। এখনো সন্ত্রাসবাদকে শেষ করতে প্যালেস্টিনের গাজা উপত্যকায় একের পর এক এয়ার সট্রিক করে ইসরায়েল। ফলে ভেঙ্গে পড়ে একাধিক বহুতল। একই দিনে মৃত্যু হয়েছে এক কম্যান্ডার সহ ৫০০ জন সন্ত্রাসবাদির। ইসরায়েলি হামলায় গুড়িয়ে যায় হামাস জঙ্গী সংগঠনের নৌ সেনা। অভিযানে নষ্ট হয়েছে রিমোট কন্ট্রোল আন্ডার ওয়াটার সাবমেরিনের।

কয়েক দিন আগেই ইসরাইলি হামলায় গুঁড়িয়ে যায় আল জাজিরা সংবাদ মাধ্যমের বহুতল দপ্তর। প্রাণ বাঁচাতে এখনো পর্যন্ত ঘর ছাড়া ৩৮ হাজার প্যালেস্টাইন বাসী। সেনার দাপট দেখাতে ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েল সুরক্ষা বিভাগ। এর পড়েই বার বার প্রশ্ন উটছে রাষ্ট্র সঙ্ঘের দিকেই।

এর আগেও ছয় দিনের যুদ্ধে জয় লাভের পর প্যালেস্টাইনে গাজা উপত্যকায় নিজের দখল জমায় ইসরায়েল। কিন্তূ গাজা উপত্যকার স্বধীনতার জন্যে ইসরায়েলের বিরূদ্ধে হতে থাকে একের পর এক সন্ত্রাসবাদী হামলা, ফলে ২০০৫ সালের মধ্যস্থতা মাধ্যমে সমস্ত গাজা উপত্যকা ফেরানো হয়। এলাকা ফেরানোর পড়েও কমেনি সন্ত্রাস বাদীদের অভিযান। ফলে সেই সিদ্ধান্ত যে ভূল ছিলো তার বার্তা ই দুনিয়াতে তুলে ধরতে চায় ইসরায়েল। তাই ইসরায়েল আবারও পারে গাজা উপত্যকা দখল করতে। এই মন্তব্য দিয়েই এখনোও যুদ্ধকেই বেছে নিয়েছে ইসরায়েল প্রধান মন্ত্রী বেজামিন নথায়ু ।

তবে আগে মার্কিন সমর্থন পেলেও বর্তমানে শান্তি আলোচনা চান জো বাইডেন প্রশাসন সহ রাশিয়া। করোনা মোকাবিলায় ভারতের পাশে থাকবার প্রতিশ্রুতি দয়েছিলেন প্রধান মন্ত্রি বেজামিন নথায়ু।তাই ইসরায়েলকে সমর্থন করেই যুদ্ধ বিরতি চায় ভারত। শুধু তাই নয়, শর্ত সাপেক্ষে যুদ্ধ থামাতে মরিয়া ইসরায়েলি হামলায় কোন ঠাসা হামাস গোষ্ঠীও। ফলে যুদ্ধের পথ কেই অবলম্বন করলে ভবিষ্যতে নিজের এলাকার সুরক্ষার জন্য যুদ্ধে নামতে পারে মিশর -জর্ডান সহ প্রতিবেশী দেশ।সেনার দাপটে মিশরের সিনাই এলাকা দখল করে ইজরায়েল। আপাতত যুদ্ধবিরতি না হলে সমস্যা বাড়বে ইজরায়েলের পক্ষে।

Share.
Leave A Reply

Exit mobile version