এক নজরে

কাবুল বিমানবন্দরে রকেট হানা

By admin

August 30, 2021

কলকাতা ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের পাততাড়ি গোটানোর সময় যত এগিয়ে আসছে ততই অশান্ত হয়ে উঠছে আফগানিস্তান। সোমবার সকালে রাজধানী কাবুলে বিমানবন্দরের ওপর পাঁচটি রকেট নিক্ষেপণ করার চেষ্টা করা হয়। তবে মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম সেটিকে আটকায় বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। আক্রমণের সত্যতা স্বীকার করে নিয়েছে হোয়াইট হাউস। 

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, যে ভোরবেলা রকেট হানা হয়। প্রতিটি রকেটই মিসাইল প্রতিরোধক ব্যবস্থা আটকেছে কিনা, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ভাবে কোনও মার্কিনীর মৃত্যু বা আহত হওয়ার খবর নেই। রবিবারই ড্রোন অ্যাটাক করা হয়েছে আমেরিকার তরফ থেকে কাবুলের বুকে এরকম সম্ভাব্য রকেট লঞ্চার নিয়ে যাওয়া গাড়ির ওপর। মঙ্গলবার আমেরিকার সৈন্যদের আফগানিস্তান ছাড়ার কথা। তার আগে আইসিস-কে জঙ্গিরা শেষ কামড় দিতে চাইছে বলে মনে করছে বাইডেন প্রশাসন। সেই জন্যই সুদৃঢ় মিসাইল প্রতিরোধক ব্যবস্থা তৈরি করেছে আমেরিকা। তবে এয়ারপোর্টে গত সপ্তাহে যেমন আত্মঘাতী আক্রমণ হয়েছে, তেমন আরো কিছু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। 

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে রকেট হানা হলেও এয়ারপোর্টে আমেরিকার যে উদ্ধারকাজের প্রক্রিয়া, সেটায় কোনও প্রভাব পড়েনি।