কলকাতা ব্যুরো: গত রাজ্য বাজেটে পূর্ত দফতরের রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছিল ৪৬১৮ কোটি টাকা। যা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। যেখানে সেই টাকার পরিমাণ কমে দাঁড়ালো ২,৭৫০ কোটি টাকা অর্থাৎ, এই নতুন বরাদ্দ মূল বাজেট বরাদ্দের মাত্র ৫৯.৫৫ শতাংশ। পূর্ত দফতরের খবর অনুযায়ী, বিশেষ নির্দেশ ছাড়া আর কোনও নতুন রাস্তা, ব্রিজ বা উড়ালপুল বানানোর কাজে হাত দেবে না পূর্ত দফতর বরং যে সমস্ত রাস্তা, ব্রিজ বা উড়ালপুলের অবস্থা শোচনীয় সেগুলি সংস্কারের উপরেই বেশি জোর দেবে রাজ্যের পূর্ত দফতর।
পূর্ত দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল রাজ্যের এই তিন অঞ্চলে নয়া বরাদ্দবিধি চালু হবে। কিন্তু, কেন হঠাৎ করে এই বরাদ্দ সংকোচন? নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পে প্রচুর খরচ হতে চলেছে রাজ্য সরকারের। আর সেই খরচ জোগাতেই অন্যান্য খাতে খরচ কমিয়ে ফলতে চাইছে অর্থ দফতর। আর সেই অর্থ দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের খরচ জোগানো হবে।
যদিও নবান্ন সূত্রে খবর, প্রতি বছর নতুন রাস্তা বা ব্রিজ তৈরি ও সংস্কারের জন্য যা বাজেট বরাদ্দ হয়, তার অনেকটাই খরচ হয় না। তাই এ বছর রাজ্য ঠিক করেছে, আনুমানিক যে টাকা খরচ হবে না, সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীর মতো উন্নয়নমূলক প্রকল্পের খরচে জোগান দেওয়া হবে।
প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছরের মহিলাদের মাসিক হাত খরচ হিসাবে অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার। এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য ১ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর সাধারণ বর্গের ক্ষেত্রে ৫০০ টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রে সরকারি চাকরি, পরিবারে উচ্চআয়ের সংস্থান থাকলে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।