এক নজরে

Omicron West Bengal: রাজ্যে বাড়ছে ওমিক্রন আতঙ্ক

By admin

December 26, 2021

কলকাতা ব্যুরো: দেশের পর রাজ্যেও এবার বাড়ছে ওমিক্রন সংক্রমণ। রবিবার রাজ্যে আরও চারজনের বিদেশ ফেরতের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে একজন ৪৪ বছরের প্রৌঢ় ও ২৪ বছরের যুবক রয়েছেন। ৩১ বছরের এক মহিলা এবং তাঁর পাঁচ বছরের শিশুর দেহেও করোনার নয়া ভ্যারিয়েন্টের উপস্থিতি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁরা ব্রিটেন থেকে ফিরছিলেন বলেই জানা গিয়েছে। রবিবার দমদম বিমানবন্দরে শিশু সহ বাকি তিন জনের করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গিয়েছে, সোমবার আক্রান্তদের লালারসের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। রিপোর্ট এলে জানা যাবে শিশু সহ বাকিরা করোনা আক্রান্ত কিনা। শনিবার পর্যন্ত রাজ্যে ছ’ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল। যদি ব্রিটেন ফেরত চারজনের জিনোম সিকোয়েন্সিয়ের রিপোর্ট পজিটিভ আসে, তাহলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০ হবে।

উল্লেখ্য, বড়দিনেই মেডিক্যাল কলেজের এক জুনিয়র ডাক্তারের ওমিক্রন রিপোর্ট পজিটিভ এসেছিল। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ২১ বছরের ওই চিকিৎসকের দেহে জ্বরের উপসর্গ দেখা গিয়েছিল। তারপরেই করোনা আক্রান্ত ওই চিকিৎসকের লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে করোনার নয়া ভ্যারিয়েন্ট আক্রান্ত চিকিৎসককের রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। এক্ষেত্রে ওমিক্রন আক্রান্তের বাড়ি কৃষ্ণনগরে। জানা গিয়েছে, ওই জুনিয়র ডাক্তারের বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই। যা অবশ্যই উদ্বেগ বাড়াচ্ছে। বর্তমানে রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছয় বলে জানা গিয়েছে।