এক নজরে

KIFF postponed: কোভিড পজিটিভ পরমব্রত-রুদ্র-রাজ, স্থগিত ফিল্ম ফেস্টিভ্যাল

By admin

January 05, 2022

কলকাতা ব্যুরো: করোনা ভাইরাস আতঙ্ক আরও জাঁকিয়ে বসলো টলিউডে। যার জেরে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত হয়ে গেল। বড় বিপদ এড়াতে এমনই সিদ্ধান্ত নিল আয়োজক কমিটি। পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ-সহ একাধিক অভিনেতা এবং উৎসব কমিটির কয়েকজনের শরীরে করোনা বাসা বেঁধেছে। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আপাতত বাতিল করা হলো বলে জানিয়েছে কমিটি। ৭ তারিখ থেকে চলতি বছরে চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা ছিল। 

বুধবার সকালে কোভিড পজিটিভ হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। টুইটে নিজে জানিয়েছেন সেই দুঃসংবাদ। মৃদু উপসর্গ থাকায় তিনি হোম আইসোলেশনেই রয়েছেন। অভিনেতা রুদ্রনীল ঘোষও কোভিড আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে খবর। মঙ্গলবার বিকেলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পরমব্রত। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ বোর্ডের একাধিক সদস্য। তাঁদের সকলকে করোনা পরীক্ষা করার আবেদন জানিয়ে সতর্ক করেছেন পরমব্রত।

অন্যদিকে, মঙ্গলবার রাতেই করোনা রিপোর্ট হাতে পেয়েছেন টলিউডের পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। রিপোর্ট পজিটিভের খবর টুইটে জানিয়েছিলেন তিনি। করোনা আক্রান্ত তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ-শুভশ্রী এ নিয়ে দ্বিতীয়বার কোভিড পজিটিভ হলেন।

বুধবার টুইটে পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২৭ ডিসেম্বর তিনি মুম্বই থাকাকালীনই উপসর্গ দেখা দিয়েছিল। সেসময় করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। এরপর কলকাতায় ফিরে আসেন পরমব্রত। উপসর্গহীন থাকা সত্ত্বেও তিনি আবার মঙ্গলবার টেস্ট করান। রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধের মধ্যে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার কথা মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল। এবার সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া ছিল। কিন্তু উৎসব কমিটির এতজনের শরীরে কোভিড থাবা বসানোয় তা আপাতত স্থগিত করা হল।

তবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কলকাতা বইমেলার ভবিষ্যৎ কী? করোনা পরিস্থিতিতে সোমবার রাজ্যে কড়া বিধিনিষেধ লাগু হওয়ার পর থেকে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বইপ্রেমী থেকে শুরু করে প্রকাশক, সকলের মনে। আর বুধবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বন্ধ করার সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠছে এই অতিমারীকে উপেক্ষা করে চলতি বছরে কি হবে কলকাতা বইমেলার ভবিষ্যৎ?

তবে এখনই বইমেলা নিয়ে কোনও অনিশ্চয়তার কথা বলতে নারাজ বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বরং নির্ধারিত দিনেই বইমেলা হওয়া নিয়ে আশাবাদী গিল্ডের কর্তারা। তাই একদিকে তাঁরা রাজ্য সরকারের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন। অন্যদিকে, জোরকদমে চালিয়ে যাচ্ছেন বইমেলার প্রস্তুতি। তবে পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে চলতি বছরে বইমেলা বন্ধ হয়ে গেলেও অবাক হওয়ার কিছুই নেই।