কলকাতা ব্যুরো: দুর্গাপুজো মিটলেই নির্বাচনের মেজাজে ফিরবে বাংলা। পুজো মিটলেই এই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তাই এখানে নিয়ে আসা হবে কেন্দ্রীয় বাহিনী। ভবানীপুর–সহ তিন কেন্দ্রের নির্বাচনে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল। এবার ৩০ অক্টোবর শান্তিপুর, দিনহাটা, খড়দহ এবং গোসাবায় উপনির্বাচন হবে। তাই আবার আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। ওই চার কেন্দ্রে আপাতত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, প্রতিটি বুথ মুড়ে ফেলা হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতেই এই পদক্ষেপ। কেমন থাকছে কেন্দ্রীয় বাহিনী বিন্যাস? জানা গিয়েছে, এবার থাকছে ৯ কোম্পানি বিএসএফ, ৮ কোম্পানি সিআরপিএফ, ৫ কোম্পানি এসএসবি এবং বাকি সিআইএসএফ।
তবে কোন কেন্দ্রের জন্য কতজন বাহিনী বরাদ্দ করা হবে তা সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।
আগামী ৩০ অক্টোবর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ২ নভেম্বর ভোট গণনা। ওই চার কেন্দ্রে ৮ অক্টোবর পর্যন্ত মনোনয়ন পেশ করতে পারবেন প্রার্থীরা। ১১ অক্টোবর স্ক্রুটিনি এবং ১৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।