কলকাতা ব্যুরো: কোভিড বিধি মেনে বার্নপুর বৌদ্ধ মন্দিরে পালিত হলো ২৫৮৩ তম বৌদ্ধ জয়ন্তী । বার্নপুর বৈষ্ণববাঁধ বৌদ্ধ মন্দিরে সকাল থেকেই শুরু হয় বুদ্ধ , ত্রিরত্ন ও ভিক্ষু বন্দনা । এরপর শুরু হয় পঞ্চশীল ও অষ্ট প্রার্থনা । ভিক্ষু জ্যোতি উপস্থিত উপাসকে বৃন্দ মন্ত্র পাঠ করান । ভিক্ষু জ্যোতি জানান – কোভিড আবহে দুবছর ধরে আমরা সংক্ষিপ্ত অনুষ্ঠান করছি । আশা রাখি কোভিড থেকে আমরা শীঘ্রই মুক্তি পাব এবং আগের মত বৌদ্ধ জয়ন্তী করার সুযোগ পাব ।