এক নজরে

Road Repair: পুজোর আগে শুরু রাস্তা মেরামতির কাজ

By admin

October 06, 2021

কলকাতা ব্যুরো: রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টি কারণে যে সমস্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে, সেগুলি সবই মেরামত করার উদ্যোগ নিলো রাজ্য সরকার। মঙ্গলবার পূর্তসচিব, দফতরের অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক। সেখানেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

নবান্নের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকার রাস্তা সংস্কারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। জানা গিয়েছে, রাজ্যের পূর্তসচিব ওঙ্কার সিং মিনা ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলাশাসকের কাছ থেকে কোন কোন রাস্তা খারাপ হয়েছে, তার একটা তালিকা আজকের মধ্যেই চেয়েছেন।

রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। পুজোর আগে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ শুরু করছে পূর্ত দফতর। পূর্তমন্ত্রী মলয় ঘটকের নির্দেশে পুজোর আগে যে সমস্ত রাস্তা মেরামতের অভাবে বেহাল হয়ে পড়েছে, সেগুলির দ্রুত মেরামতি করতে হবে বলেও বৈঠকে নির্দেশ দিয়েছেন মলয় ঘটক। এক্ষেত্রে যে রাস্তাগুলিতে অত্যধিক যানবাহনের চাপ সেই রাস্তাগুলিকে অগ্রাধিকার দিতে বলেছেন পূর্তমন্ত্রী ৷ যেসব রাস্তার প্যাচওয়ার্ক করা দরকার সেখানে দ্রুতগতিতে রাতদিন এক করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

পুজোর আগে রাস্তার গর্ত বোজাতে হবে বলে নবান্ন থেকে জেলায় জেলায় নির্দেশও পাঠানো হয়েছে। সেই নির্দেশ পেয়েই বেশ কিছু রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধু রাজ্যের হাতে থাকা রাস্তাগুলি বেহাল হয়ে পড়েছে তাই নয়, ন্যাশনাল হাইওয়ে অথরিটির হাতে থাকা রাস্তাগুলির অবস্থাও খারাপ। যেমন- দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ডানকুনি থেকে পালসিট পর্যন্ত রাস্তাটি আগে খুবই ভাল ছিল। বর্তমানে সেখানেও গর্ত হয়ে গিয়েছে। গাড়ি চলে লাফিয়ে লাফিয়ে। পথচলতি মানুষের খুবই অসুবিধা হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটির কর্তৃপক্ষকে এই রাস্তা সারিয়ে তুলতে বলেন পূর্তসচিব ওঙ্কার সিং মিনা।

তবে শুধু পূর্ত দফতর নয়, পৌর দফতর এবং পঞ্চায়েতের হাতে থাকা রাস্তাগুলির হাল হকিকত নিয়েও বৈঠকে পর্যালোচনা হয়। যে রাস্তাগুলির অবস্থা খুব খারাপ সেগুলি পুজোর আগে সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। খুব দ্রুত সব রাস্তা সারানো বা মেরামতির জন্য বলা হয়েছে। ইতিমধ্যে পঞ্চায়েত দফতর পর্যালোচনা করে দেখেছে যেসব রাস্তায় দীর্ঘসময় জল দাঁড়িয়ে আছে, সেখানে রাস্তার পিচ উঠে গিয়ে গর্ত হয়ে গিয়েছে। জমা জল বিটুমিনের জন্য ক্ষতিকারক। সেই রাস্তার কাজ শুরু হবে জল নেমে যাওয়ার পরেই। তবে গ্রামীণ সড়ক যোজনায় যেসব রাস্তা তৈরি হয়েছে, সেইসব রাস্তার অবস্থা ভাল বলে পঞ্চায়েত দফতর  সূত্রে জানা গিয়েছে।