কলকাতা ব্যুরো: কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন এবং চা বাগান শ্রমিক সংগঠনের প্রথম ভার্চুয়াল বৈঠক। আর প্রথম বৈঠকেই চা শ্রমিকদের পুজো বোনাস চুক্তি সম্পন্ন করল কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন। তরাই ডুয়ার্সের এবার এ, বি এবং সি ক্যাটাগরিতে চা বাগানে ২০ শতাংশ হারে চা শ্রমিকরা বোনাস পাবেন। এই বোনাস দেওয়া হবে চা বাগানের স্টাফ এবং সাব স্টাফদেরও।

চা মালিক সংগঠনের কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অমৃতাংশু চক্রবর্তী জানান, সমস্ত চা বাগানে ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হবে কর্মীদের ৷ রুগ্ন চা বাগান বিবেচনা করে বোনাস দেওয়া হবে ৷ উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের মোট ১৮৩টি চা বাগানে এই বোনাস দেওয়া হবে বলে জানান তিনি ৷ করোনাকালে খুবই ভাল একটা বোনাস চুক্তি হলো। আগামী ৪ অক্টোবরের মধ্যে বোনাস দিয়ে দেওয়া হবে বলে আশা করছি ৷ মঙ্গলবার রাতে চা বাগানের মালিকপক্ষ ও চা বাগান শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে ভার্চুয়ালি চা শ্রমিকদের বোনাস চুক্তি সম্পন্ন হয়েছে ৷

উত্তরবঙ্গের চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের সদস্য জিয়াউর আলম বলেন, এই বোনাস মিটিংয়ে আমরা খুব খুশি । ভারতে এত বড় শিল্পে গত বছরের মতো এই বছরও ভার্চুয়াল বৈঠকে চা শ্রমিকদের পুজো বোনাস মিটিং সম্পন্ন হল ৷ বোনাসের মাধ্যমে ৬৫০ কোটি টাকা বাজারে আসবে ৷ সেপ্টেম্বর মাসের মধ্যেই যাতে শ্রমিকদের বোনাসের টাকা দিয়ে দেওয়া হয় তার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। আশা করি সব ঠিকঠাকই হবে ৷

Share.
Leave A Reply

Exit mobile version