কলকাতা ব্যুরো: মাত্র ৭ দিনে রোগীর পরিবারকে ২ লক্ষ ৮০ হাজার টাকার বিল ধরানোর অভিযোগ উঠেছিলো বেহালার অ্যাপেক্স নার্সিংহোমের বিরুদ্ধে। কিন্তু রোগীর প্রদেয় অর্থের প্রায় ৭০ শতাংশ টাকা অর্থাৎ ২ লক্ষ ১০ হাজার টাকা নার্সিংহোম কর্তৃপক্ষকে অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য কমিশন। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানা গিয়েছে অপর এক রোগী করোনা আক্রান্ত হয়ে চারদিন ভর্তি ছিলেন একই হাসপাতালে। সেই রোগীর ক্ষেত্রেও ১ লক্ষ ৫০ হাজার টাকা বিল করা হয়। এক্ষেত্রে এক লক্ষ দশ হাজার টাকা রোগীকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাজ্য থেকে প্রতি বছর চিকিৎসার জন্য হাজার হাজার রোগী ভেলোর যান। কিন্তু রাজ্যে এত বেসরকারি হাসপাতাল থাকতেও কেন তাঁরা দক্ষিণ ভারতের ভেলোরে যান? রাজ্য স্বাস্থ্য কমিশনে চলা এক মামলার শুনানিতে সম্প্রতি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, ভেলোরের হাসপাতালে কলকাতার থেকে ভিড় বেশি হওয়ার একটাই উত্তর, ওই হাসপাতালের বিল। উল্লেখ্য, কলকাতার ই.এম বাইপাসের ধারে ফর্টিস হাসপাতাল যেখানে ১০ দিন ভর্তি থাকার পর ৪ লক্ষ ৯৭ হাজার টাকার বিল ধরিয়েছিল, ভেলোরের খ্রিশ্চান মেডিক্যাল কলেজের বিল সেখানে ১৯ দিনে মাত্র এক লক্ষ ১৯ হাজার টাকা। জানা গিয়েছে, কলকাতার ফর্টিস হাসপাতাল কেবলমাত্র পায়ের প্লাস্টার, ড্রেসিং, তুলো খরচ বাবদ এক লক্ষ টাকা বিল করে। এমনকী দুর্ঘটনায় বিকাশ বাবুর পা বাদ দেওয়ার আশঙ্কার কথা শোনায়। অথচ ভেলোরে নিয়ে যাওয়ার পর একদিকে যেমন তিনি এখন একদম সুস্থ অন্যদিকে ক্ষতিগ্রস্থ পাও বাদ দিতে হয়নি। গোটা ঘটনার পরই রাজ্যের স্বাস্থ্য কমিশন এই নির্দেশ দেয়। আর এরপরই বেহালার অ্যাপেক্স নার্সিংহোমের বিরুদ্ধেও ব্যবস্থা নিল কমিশন।
একইসঙ্গে কমিশন জানায়, অ্যাপেক্স নার্সিংহোম ৭ দিনে ২ লক্ষ ৮০ হাজার টাকা বিল করেছে। কিন্তু দিনে ১০ হাজার টাকার বেশি বিল হতে পারে না। সেই মতোই মোট ২ লাখ ১০ হাজার টাকা ফেরতের নির্দেশ দিয়েছে কমিশন। অন্য আরেক রোগীর ক্ষেত্রেও টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাসপাতালে সোডিয়াম পটাশিয়ামের সমস্যা নিয়ে একদিনের জন্য অ্যাপেক্স নার্সিংহোমে ভর্তি ছিলেন ওই রোগী। তার জন্য ৫০ হাজার টাকার বিল ধরানো হয় বলে অভিযোগ। এক্ষেত্রে ৪০ হাজার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রোগীর পরিবারকে ৭ দিনে বিপুল পরিমাণের টাকার বিল ধরিয়েছিল বেহালার এই বেসরকারি নার্সিংহোম। তার মধ্যে থেকে এবার ২ লক্ষ ১০ হাজার টাকা রোগীর পরিবারকে ফিরিয়ে দিতে হবে অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষকে। এমনটাই কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন।
সম্প্রতি বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন ব্যারাকপুরের বাসিন্দা বিকাশচন্দ্র মন্ডল। তড়িঘড়ি তাকে বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ১০ দিন ভর্তি থাকার পর বিকাশবাবুর পরিবারকে ৪ লক্ষ ৯৭ হাজার টাকার বিল ধরানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।