প্রলয় বন্দোপাধ্যায়
অতিমারির কারণে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে হবে অন্ডালের উখরা গ্রামের জমিদার বাড়ি রথ। উল্লেখ্য ইংরেজি ১৮৪০ সালে তৎকালীন গ্রামের জমিদার শম্ভুনাথলাল সিংহ হান্ডা-র উদ্যোগে উখড়ায় জমিদার বাড়ীর রথ এর সূচনা হয়। এবারে রথ পরলো ১৮১ বছরে। সূচনা কাল থেকে প্রতিবছর উখড়াই সাড়াম্বরে রথ উৎসব আয়োজিত হয়ে আসছে জমিদার বাড়ির তত্ত্বাবধানে।
অতীতে রথ উৎসব উপলক্ষে গ্রামে মেলা বসতো। জমিদার বাড়িতে থাকত খাওয়া-দাওয়ার এলাহি ব্যবস্থা। তবে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর সেই প্রথা বন্ধ হয়ে যায়। তবে এখনো রথ হয় পুরনো ঐতিহ্য রীতি-রেওয়াজ মেনে। গোপীনাথ জিউর মন্দির থেকে বিগ্রহ এনে চাপানো হয় পিতলের রথে। উখড়া রথতলা থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয় বাজপাই মোড় পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা ছাড়াও রথ দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ।
তবে করোনা অতিমারির কারণে গত বছর রথের অনুষ্ঠানে বদল ঘটেছিল। রথে বিগ্রহ চাপিয়ে আচার অনুষ্ঠান হয়েছিল ঠিকই কিন্তু রথ বের করা হয়নি রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের আশা ছিল এবার রথ হবে আগের মত সাড়ম্বরে। কিন্তু জমিদার বাড়ির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, অতিমারির কারণে এবার ও রথের অনুষ্ঠান হবে সংক্ষিপ্তভাবে গত বছরের মতোই। জমিদারবাড়ির পক্ষে অনুরণ লালসিংহ হান্ডা জানান, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। জমায়েতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।এসময় সকলের সতর্ক থাকা উচিত। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। সেই কারণে এবার রথ সংক্ষিপ্ত করার ভাবনা বলে জানান তিনি ।