কলকাতা ব্যুরো: কাবুল বিমানবন্দর থেকে প্রায় ১৫০ জনকে অপহরণ করলো তালিবান। এদের মধ্যে অধিকাংশই ভারতীয় বলে দাবি করছে একাধিক আফগান সংবাদমাধ্যম। আর এক সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিমানবন্দরের ভেতর থেকে নয়, বাইরে থেকে ১৫০ জনেরও বেশি ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ আফগান এবং আফগান শিখরা থাকলেও বেশিরভাগই ভারতীয় বলে দাবি।
তবে যে সূত্র থেকে এই খবর এসেছে, তিনি বলছেন, স্ত্রীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছেন তিনি। আফগান সংবাদমাধ্যম থেকে দাবি করেছে, বেশ কিছু নিরস্ত্র তালিবান এসে হাজির হয়। এরপর এলোপাথাড়ি মারধর করে কাবুলের তারাখিলে নিয়ে চলে যায়।
তবে তালিবানদের তরফে এই অপহরণের দাবি অস্বীকার করা হয়েছে। তালিবানদের মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াস্ক আফগান সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর অস্বীকার করেছে ৷ তাঁর বক্তব্য, কাবুল বিমানবন্দরের বাইরে আমাদের পাহারা রয়েছে ৷ বিমানবন্দরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ৷ কাউকে অপহরণ করা হয়নি ৷