কলকাতা ব্যুরো: মাঞ্জা সুতো থেকে দুর্ঘটনা এড়াতে ফেন্সিং দেওয়া হচ্ছে মা উড়ালপুলে। এর জন্য বুধবার রাত থেকে প্রতিদিন ৬ ঘণ্টা করে আগামী ১৫ দিন বন্ধ থাকবে মা উড়ালপুলে যান চলাচল। রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত শহরের অন্যতম ব্যস্ত এই উড়ালপুলে গাড়ি চলবে না বলে প্রশাসন সূত্রে খবর।

সম্প্রতি ঘুড়ির মাঞ্জা থেকে দুর্ঘটনা এড়াতে উড়ালপুরে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নেয় কেএমডিএ। পরীক্ষামূলকভাবে উড়ালপুলের কিছুটা অংশ ফেন্সিং দেওয়াও হয়। তবে এবার বুধবার রাত থেকে টেন্ডার ডেকে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী ১৫ দিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের এই ব্যস্ততম উড়ালপুলে কোনও যান চলাচল করবে না। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে। এখন উড়ালপুলে ফেন্সিং দেওয়ার জন্য লোহার পোল বসানোর কাজ শুরু হয়েছে।

কেএমডিএ–এর তরফে জানানো হয়েছে, উড়ালপুলের একদিকে ফেন্সিং দেওয়ার কাজ শেষ হলেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে। উড়ালপুলের দুধারে ৪ মিটার উচ্চতার বেষ্টনী থাকবে। মাঝের অংশে ৫ মিটার উচ্চতায় লোহার তার থাকবে। ঘুড়ির সুতো যাতে কোনওভাবেই বাইক আরোহীর মাথা বা গলায় আটকে না যায়, সেজন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, গত তিন মাসে মা উড়ালপুলে মাঞ্জা সুতো থেকে দুর্ঘটনায় ১২ জন বাইকারোহী জখম হয়েছেন। ঘুড়ির মাঞ্জা থেকে দুর্ঘটনা এড়াতে তাই উড়ালপুলের দু’পাশে বেষ্টনী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। আপাতত সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী লেনের বাঁ দিক ঘেঁষে ৯০০ মিটার জুড়ে দেওয়া হবে ফেন্সিং।

যদিও চিনা মাঞ্জায় দুর্ঘটনা এড়াতে প্রথমেই ফেন্সিংয়ের কথা ভাবেননি কেএমডিএ কর্তৃপক্ষ। প্রথমে উড়ালপুলের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি পলি কার্বনেট চাদর দিয়ে ঢেকে দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় বা জোরালো হাওয়ায় সেগুলি উড়ে যেতে পারে ভেবে ফেন্সিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

Share.
Leave A Reply

Exit mobile version