কলকাতা ব্যুরো: হাতরাসের ঘটনায় ক্ষোভ বিক্ষোভ বাড়ছে সারা দেশে। এই পরিস্থিতিতে আজ গান্ধীজির জন্মদিবসে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভের আশঙ্কা করছে কেন্দ্র। সে কারণে আগেভাগেই ইন্ডিয়া গেট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতেই এই ব্যবস্থা।তবে ইন্ডিয়া গেট থেকে ৩ কিলোমিটার দূরে যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলতে পারে বলে জানিয়েছে সরকার। তবে সেক্ষেত্রেও একসঙ্গে সর্বোচ্চ ১০০ জনের জমায়েত করা যেতে পারে বলে জানানো হয়েছে।এদিকে হাতরাসের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার বক্তব্য, এমন নৃশংস ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। আর কত নির্ভয়া দেখতে হবে আমাদের ?