কলকাতা ব্যুরো: কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় অবশেষে বাংলায় ফিরতে শুরু করেছেন আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়রা। কাবুল থেকে বিশেষ ব্যবস্থায় আস্তে আস্তে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের ৷ এমনই ১০ জন পাহাড়বাসী কাবুল থেকে দিল্লি এসে পৌঁছেছেন ৷ সোমবার বিশেষ বিমানে দিল্লি থেকে তাঁদের দার্জিলিংয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়। কাবুল থেকে বায়ুসেনার বিমানে তাঁদের এয়ার লিফট করে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। এরপর সেখান থেকে বিমানে তাঁদের বাগডোগরায় পৌঁছে দেওয়া হয়। এঁরা প্রত্যেকেই দার্জিলিংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, আফগানিস্তানে আটকে থাকা প্রায় ২০০ জনকে রবিবার এয়ার লিফট করে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। আফগানিস্তানে এখনও প্রচুর ভারতীয় আটক রয়েছে, যার মধ্যে এখনও বেশ কিছু দার্জিলিংয়ের বাসিন্দা রয়েছে বলে জানা যাচ্ছে। বাকিদেরও ধাপে ধাপে বাড়ি ফিরানো হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

এদিন কাবুল ফেরত রাজেশ থাপা জানান, আফগানিস্তানের অলিতে গলিতে তালিবানের দৌরাত্ম্য। অস্ত্র হাতে সন্ত্রাস ছড়াচ্ছে তারা। যাকে-তাকে নির্বিচারে গুলি করছে। আর কিছুদিন থাকলে হয়তো আমরাও মারা যেতাম। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই আমাদের ফেরত নিয়ে আসার জন্য। ভারতীয় বায়ুসেনা দারুণ কাজ করছে কিন্তু এখনও অনেক ভারতীয় আটকে রয়েছেন। তাঁদেরও ধাপে ধাপে ফেরত নিয়ে আসা হবে। বাড়ি ফিরে দারুণ লাগছে। আফগানিস্তানে সর্বত্র আতঙ্ক। সেখানকার বাসিন্দারাও ব্যাপক আতঙ্কে রয়েছেন। প্রত্যেকেই প্রাণ বাচাঁতে ছুটোছুটি করছেন ৷

প্রত্যেকেই এদিন বিমানবন্দরে নেমে সড়ক পথে বাড়ির উদ্দেশে রওনা দেন। প্রত্যেকেরই সময় সময়ে খবরাখবর নেয় জেলা প্রশাসন। জানা গিয়েছে, রবিবার সকালে দিল্লি ফেরার পর সেখানে তাঁদের আরটি-পিসিআর টেস্ট হয়৷ তারপর এদিন সকালে দিল্লি থেকে কলকাতা এবং কলকাতা থেকে বাগডোগরায় ফেরেন তাঁরা।

Share.
Leave A Reply

Exit mobile version