এক নজরে

হঠাৎ সরানো হলো ইডির কর্তাকে

By admin

October 14, 2020

কলকাতা ব্যুরো: এনফর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কলকাতার স্পেশাল ডিরেক্ট যোগেশ গুপ্তাকে সরিয়ে দিল কেন্দ্র। তার জায়গায় দিল্লি থেকে আনা হয়েছে বিবেক ওয়েদারকে। রোজভ্যালি কাণ্ডে বেশকিছু নথিপত্র না পাওয়া নিয়ে সিবিআই অভিযোগ তুলেছিল ইডির বিরুদ্ধে। ইডির একসময়ের তদন্তকারী অফিসার মনোজ কুমারকে নিয়ে জলঘোলা হয়।পরবর্তীতে সংস্থার কর্তাদের সঙ্গে এ রাজ্যের রাজনৈতিক দলগুলির কয়েকজন নেতার ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল। পরবর্তীতে বিশ্বভারতীর পৌষ মেলা মাঠে পাঁচিল ঘেরাকে কেন্দ্র করে গন্ডগোল হয়। পরের দিনই এনফর্সমেন্ট ডিরেক্টরেট ঘটনার তদন্তে যায়। কিন্তু সেখান থেকে ফেরার পরে তা নিয়ে আর তেমন কোনো উচ্চবাচ্য করেনি।বিষয়টি নিয়ে দিল্লিতে অভিযোগ যায়। একদিকে রাজ্যে রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠতা, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার ক্ষেত্রে তদন্তে গা-ছাড়া ভাব নিয়ে নানান মহলে প্রশ্ন উঠেছিল।এমনিতেই চাকরিতে এক্সটেনশনের ছিলেন যোগেশ গুপ্ত। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত তার কাজের মেয়াদ ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে তাকে কলকাতা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।ফলে ইডি র হাতে থাকা চিটফান্ড মামলাগুলির তদন্তে এবার কোন গতি আসে কিনা সে ব্যাপারে জল্পনা শুরু হয়েছে।