কলকাতা ব্যুরো: ১৭ থেকে ২২ সেপ্টেম্বর, সপ্তাহ ব্যাপী আন্দোলনে নামছে সিপিএম। রবিবার দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, পলিটব্যুরোর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আয়করের আওতার বাইরে থাকা পরিবারগুলির জন্য আগামী ৬ মাস মাসে ৭,৫০০ টাকা অনুদান, তাদের পরিবারের সদস্যের জন্য মাথাপিছু মাসে ১০ কেজি করে খাদ্য শস্য, গ্রামীন কর্ম সংস্থান প্রকল্পে ১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করা এবং শহর এলাকাতেও অনুরূপ প্রকল্প চালু করার মতো বেশ কিছু দাবিতে দেশ ব্যাপী চলবে ওই আন্দোলন।